বহু যুগ পর , পৃথিবীর বহু জন্ম পর
মোনালিসা তুমি আসবে এখানে
ঝরে যাওয়া পালকের হৃদয়ে
তারপর বহু রাত্রি কেটে যাবে নীরবে।
জীর্ণ পথের হাহাকার
বাতাসের নিরাশ রাশি খুন হবে
তোমার চোখের অতল গহ্বরে।
রক্ত, ঘন লাল রক্ত :- নিরাশার চিহ্ন
আঁকবে শহরের জলজ্যান্ত দেওয়ালে।



মেঘের জানালা ভালোবাসা জানাবে
মোনালিসা তুমি তা জানো সবি
আদিকাল থেকে বর্তমান কাল পর্যন্ত
আমরা এভাবেই বেড়ে উঠেছি।
ঘোর বিপদ মানুষের বিরুদ্ধে
আলোয় আলোয় আলোকিত পথ
রুখে আসবে আমাদের সম্মুখে।



বহু যুগ পর আমরা আসবো
মানুষের চরম বিপদ রুখে দিতে ,
এখন পৃথিবীর শব্দ ফাগুনের গান
সতেজ হবে সবুজের আহ্বানে।
তবুও সংকট কালো পতাকা
জমে যাবে মানুষের হৃদয়ে।



মোনালিসা তুমি আদি নারীত্ববাদী
তুমিই পারবে মানুষকে বাঁচাতে
তোমার হৃদয়ের ভালোবাসা দিয়ে।



সভ্যতার প্রাচীর ধূলোর পাহাড় গড়বে
তুমি তা মানবে কি ?
আমরা এভাবেই ভালোবাসবো অনন্ত জন্ম ধরে।।