প্রিয় থেকে প্রিয়তমা হয়ে এসেছো তুমি
নীলাভ আলোর সম্মুখে দাঁড়িয়ে দেখেছি তোমাকে
সমস্ত স্বাধীনতা কিংবা গোলাপি সমাধির বুকে কে যেন জড়িয়ে দিয়েছে ভালোবাসা !
এ এক অদ্ভুত দ্বীপের মতো


কে চিনতে পারে তোমাকে ?
ভালোলাগা - ভালোবাসা জীবনের এক অপরিহার্য অনুভূতি
যা এক বারই আসে বসন্ত বাতাসের রঙিন মেঘে দুচোখ ভর দিয়ে।
তারপর তোমার সাথে সেই পরিচয় কোনো এক শীতের প্রহরে
অজানা পরিচয়ে তোমাকে ডেকেছিলাম
তারপর একদিন কিঞ্চিৎ পরিমাণ হয়েছিলও‌ কথা
তারপর বহু বছর কেটে গেল তোমার সমীকরণে অঙ্ক মেলাতে গিয়ে
না কিছুতেই তা মিললো না এতদিনে
তুমিও তো বলতে পারতে সমাধানের পথটি কি ছিল
একটু ভালোবাসার পরশ টেনে...