একটি গাছ লাগিয়ে ছিলাম
ভালোবাসা গাছ হবে বলে
এবং কিছু বছর এভাবে যাওয়ার পর
ভালোবাসা গাছ হলো
বিরহে বিরহে.....
রক্তের নদী শুকিয়ে গেল
প্রেমের নদী বয়ে আসলো
হলুদ চিঠির লাল পাতা জুড়ে ;
চোখে কোণে রাত জাগার প্রকট চিহ্ন
যা প্রতীয়মান কটকটে লাল।



শহরের নাম বদলে গেল
চোখের সীমানায় কাঁটাতারের বেড়া পড়লো
বিচ্ছেদ ঘটলো মানচিত্রের সাথে
সমস্ত না থাকা জুড়ে কাহিনী আমার
ভালোবাসার গাছ
রঙ হয়ে জীবনের ইতিহাস গড়ে দিলো।।