যদি কাউকে জিজ্ঞেস করি
শেষের কবিতা:-
অগ্রপাণি হয়েছে প্রধান
মনেতো হয় কাউকে ভালোবেসেছিলাম জানি
তবুও ভালোলাগা চলে গেল
কোন সে সুদূর অতীতের কাছে ;
যাযাবর হয়েছে জীবন
আপনারা দেখেছেন কি?
বরং অভিজিৎ নক্ষত্র বিশেষ অভিজ্ঞ
কোন সে অভিমানের রাস্তা দিয়ে তৈরি !
তিরস্কার এক মহামূল্যবান সাফল্য
অভিন্ন হৃদয় জাতশত্রু অযাচিত
সার্থক নীল অয়নের গগন।
ভালোবাসা কারে কয়
শেষের কবিতা কি জানি !
শামুকের খোলকে গড়ে ইতিহাস
অন্যের শিরা কেন্ ব্লেডে কাটি?
এমন তো হওয়ার কথা নয়
রোজ রোজ গ্রীষ্ম এসে পুড়িয়ে দেয়
আমার মনের শত শত ফুলবাগান
বুঝিনা,ক্ষয়ে গেছে নীল পাথর
মুছে গেছে বর্ষার সমস্ত গান।