কিছু কিছু কবিতা, কবিতা নয়
তবুও এই যে কবিতা
বেঁচে থাকার জন্য
কিংবা গোলাপি রঙের শহরে মোমের পুতুল পায়ে হেঁটে যাওয়ার মতো
আমি টের পাচ্ছি হৃদয় জুড়ে সমস্ত অস্তিত্ব টিকিয়ে রাখার তাগিদা।
তুমি বুঝোনি আমিও কিছু বলিনি
নীল মেঘ হালকা কালো শ্যামলা মেয়ের ঠোঁটের মতো
আমার সারা অস্তিত্ব সেখানেই আবদ্ধ
তুমি বুঝোনি !?
সাদা গোলাপের পাপড়ি কেমন কামড়ে কামড়ে নষ্ট করে ফুলের সুন্দরতা
আমি কিন্তু তা নয় বরং একটি নীলকন্ঠ পাখির মতো উড়ে যাওয়া
তুমি তাই মনে করতে পারো
আমি হারিয়ে যাচ্ছি কিংবা মিছে যাচ্ছি তোমার অতল গহ্বরে।