আমার শুকনো ফুল মরিচের গন্ধ
আকাশে বাতাসে ভেসে ওঠে
চোখের আঙিনায় মেঘের রাস্তা
হিমাঙ্কের নিচে শরীরের সতেজতায়
হারিয়ে যাওয়া হৃদপিন্ডের বেদনা।
সমুদ্রের গর্জনে শান্ত পরিখা অশান্ত হয়ে
চিরন্তন ভালোবাসা ফুলের বিছানায় আঁচড়ে পড়ে
রাত্রিতে কালো মেয়ের ঠোঁটের স্নিগ্ধতা ছুঁয়ে
শেতাঙ্গ নারীর শাড়ির আঁচলে মেঘবাষ্প রক্তের কণা
নবজাতকের জন্ম হওয়ার মতো কিছু।
শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অচল হয়ে
অবিরত রক্ত ক্ষরণ:-
ছুঁটে যায় মহাপৃথিবীর দিকে.....