জীবনে ভুলে গিয়েছি বেদনা
সাগরের গভীরতা অনেকটা
আমার চোখের গহ্বর হতে বিদ্রোহ লড়ছি
মানুষের শিরদাঁড়ায় স্বপ্নের বীজ ভেদ করে।
তুমি জানো না মেয়েদের বয়স বাড়ার যন্ত্রনা
পুরুষের হৃদয়ে কতটা শূন্যতা



আমি সমীচীন সময়ের আততায়ী
বিদ্যুৎ বিশ্বাস গতিবিধির মেরুরেখা
দেখেছি নীল কিন্তু ধুয়ে যাচ্ছে আবছা।


কতগুলো ডানাকাটা পরী রাত্রিতে আসে
সমস্ত পুরুষের হৃদয়ে
তারপর স্বপ্নের মহা সূত্রে ভিজে যায় অনিদ্রার নালি
মনে জীবনের সময় সুখ তাদেরই দেওয়া।
মনে হয় অজস্র জন্ম ধরে ছুঁটে চলেছি তাঁদের হৃদয়ে ট্রামলাইন এর রেখা ধরে
শরীর জুড়ে সমস্ত বিষাদ রেণু
জল্পিত নায়েবের কপাল খুড়ে।