বহুদিন ধরে চলেছি একা
তাঁদের খোঁজ নেই
রাত্রিও কিছু ভয়ঙ্কর পথ চলে
নিশানার অগ্নিকুণ্ড আমার হৃদয়ে প্রেম বৃক্ষ।
কোথাও জেগে রয় বর্ষা আসার প্রহর
আমার হাতে হেমন্তের শামুক চঞ্চল গতি
ব্যস্ততার নীরবে নিভৃতে কাঁদো তুমি
দাঁড়িয়ে রও একা....
আদিকাল ধ্রুবস্থানের সমান্তরাল শিল্পী
মানুষের জনসমুদ্রে মনের ঢেউ গোনে
সন্ধ্যা প্রদীপের আলো জোনাকিদের বাড়ি
ফিরে আসে সে বসন্ত আসার আগে।