জীবনে প্রথম এসেছি আমি এসেছি
ফুলের শহর থেকে
ভালোবাসার প্রহর জুড়ে প্রতীক বরাদ্দ নিয়ে।
মেঘের জলে হৃদয় ভাসিয়ে দিলাম
শেষ প্রহরের চোখের নগরে
নাই বা তোমারে দেখিলাম
নাই বা পেলাম কিছু
তবুও একটা কথা সমস্ত কথার বিপরীতে
দাগ কাটে মানুষের ব্যথাভরা হৃদয়ের গভীরে।
তুমি রবে আর রবে সমস্ত কিছু
আমি যেদিন থাকিবো না এই পৃথিবীর মাঝে
তখন বুঝি আমার চিতার সমাধি জুড়ে
শুকনো ফুলের সুরভী থাকিবে
একটি শহর জুড়ে অন্য শহরের পথে।