জীবনের সমস্ত মূল্য পরিশোধে
নিজের তালিকা স্বতন্ত্র অতীত
দেখা অদেখার অদ্ভুত সুন্দর দ্বীপের মতো একটি কবিতার জন্ম হওয়া
হাওয়াই দ্বীপের মতো জেগে ওঠে আগ্নেয়গিরি
মুখের শব্দ স্পেনের নগরী
তিলোত্তমা রানী।


এখানে গাছেদের বিরুদ্ধে বেড়ে ওঠা
রাত্রির নিকটে অন্ধকারের শ্রেয়সী রুপী এক নারীর সঙ্গে সন্ধি বিচ্ছেদ পলায়ন প্রায়শই চোখের ভিতর নীল রঙ ছুঁয়ে যায় সে...
পারিনা কিছু বলতে, তাঁকে জানতে - কিংবা কিছু বলতে
এমনই এক মানদন্ডের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় অতিবাহিত করে নিয়ে যায় সন্ধ্যার সমস্ত বিষন্ন রেণু গুলো।
তাঁকে বলায় হলো না সেই নীল ডায়েরির হলুদ চিঠির কাহিনী গুলো
তাঁকে বলা হলো না অব্যক্ত কথাগুলো
শুধু মাত্র এভাবেই দুজন দুজনে খুব কাছে থেকেও দূরে রয়ে যাওয়া....