আমার বুকের-ই রক্ত ক্ষরণ
চিঠির প্রতিটি পাতায় জীবন্ত চোখে।


মনের সব জমানো অব্যক্ত কথা
জমা আছে হৃদয়ের চিঠিতে।
ছন্দহারা সব কবিতা নদীর বুকে ভাসে
শিশুদের হাড়ের জীবাশ্মের পথ ধরে
আমার হেঁটে যাওয়া দূর দেশে।


পৃথিবীর কাছে বহু প্রশ্ন রেখেছিলাম
হলুদ খামের চিঠিতে...
তোমার নামে এগিয়ে জয় করলাম বহু কিছু
বুকের ভিতর উদাসীন ব্যস্ততা ছুঁয়েছে
অপেক্ষার বিনিদ্র রজনী জুড়ে।


বহুকাল দেখি না তোমায়
নীল প্রেমের চিঠি এতকাল রইল পড়ে টেবিলের কোণে
তুলে দিতে পারলাম না তোমার হাতে !
কি নিদারুণ এই যন্ত্রণা দিনে দিনে
হৃদয়ের জমিতে ছটফট করে গুমড়ে মরে।।