আমরা কি কখনো দেখেছি
                    পৃথিবীর নীচটাকে;
কখনো কি দেখতে চেয়েছি
                    পৃথিবীর উপরটাকে!
দিনে দিনে কত গাছ পড়ছে কাঁটা ভুবনে।
আমাদের যদি চোখটাই না থাকতো
তবে কী হতো বলো সবাই?
আমাদের চোখের ভিতর যে পৃথিবী
                    তাঁকে হত্যা করছি কি কারণে!
প্রকৃতি কত ব্যথা সহ্য করে জীবনে
তার পরিণামে কি দিচ্ছি তাঁকে;
প্রকৃতিকে ধ্বংস করছি
                    গ্রীষ্মের ঝরে যাওয়া পাতার মতো।
সবুজকে ভিজিয়ে দিচ্ছি
                    বিষের স্রোতে-
তবে কী করে বাঁচবো আমরা
                    বিবেক কে প্রশ্ন করো এখনি?
উত্তর ঝরে পড়বে চোখের জলে
জমা হবে হৃদয়ের খামে।।


     ২১/০৫/২১