অংশ-৮


মানুষের ভিড় আর মানুষ
তুমি স্পর্শ দূর অতীত
শহরে নিসর্গের জীবনে
খুন করো সোনার হরিণ।
তুমি এক ভয়ানক মৃত্যু
আমি জীবন্ত লাশ
চাঁদের পাহাড় জাগে মৃত
ঘন নীলাকাশ মেঘে মেঘে।


খরদৃষ্টি খবরের প্রতিটি পাতা
শিরোনামে নয় ছয় ভয় জীবন
নবীনত্ব হারায় নমুনা।


জীবন এক কল্পনা বিলাসী
কল্লোলিনী করালী প্রতিটি ক্ষণ
ঐকতান বিবেকের ব্যবধান
হয়তো যদি একাত্মা
একাকার হতো সকল মনের ভাবনা।


সযত্নে কবে কার সম্রাট
ব্যাবিলন কিংবা মিশর জয়ের ইতিহাস
খুঁজে পায় সর্বদা রুষ্ট তলোয়ার
আমার রিক্ত হস্ত রুদ্ধ নিশিরাএ।
রাষ্ট্রভাষা চোখে কালো কালিতে জমে
নতুন ভাষা স্থান দখল করে-
মিথ্যা হয় রূপকথার শাহজাদী
কিংবা শাহজাদা।


   ০৯/০৯/২০২১