দিন চলে যায় বহুদূরে
চোখের সীমানায় কালকূটের রাত্রি নামিয়ে
ভোর হলে অতীত পাখির গানের সুরে।
কাউকে আমি চিনেছিলাম ভালোবাসায়
কাউকে কি দূরে রেখে দিলাম অভিমান হিসেবে
নাকি নীল পদ্মের চোখের সামনে ভেসে উঠল স্বর্ণালী মেঘের মতো প্রেমের বাণী ;
নিদারুণ ভাবে ভিজলো বিরুদ্ধে থাকা ঈগলের চোখ
কাউকে কি আমার ভালোলেগেছিল নাকি বসন্তের হলুদ ফুল ভেবেছিলাম !