হৃদয়ের কোণে কোণে
এ যে গোপন ব্যথার কাহিনী
জোনাকি পোকার মুখে মুখে।
যে ব্যথা সহ্য করেছি আমি
আর কভু নাহি যেন আসে কারো জীবনে।
শুধু মিথ্যা হয় সমস্ত ডাকাডাকি
নীরবে মরুভূমির বালির বুকে;
নীল আকাশের দিকে চেয়ে থেকে
বিরহ হঠাৎ জ্বলে ওঠে হৃদয়ে।
আমিও একদিন পেয়ে ছিলাম
ছায়াঘেরা অন্ধকার পথ,
যে পথে শুধুই আশার আলো
নেই কোথাও ভয়ের রেশ।
তুমি ও আমাকে ভালোবেসে ছিলে
আমাকে নীরবে গোপন রেখে।
ঝরে গেছে ফাগুন
এখন শুধু গ্রীষ্মের আগুন
জ্বালিয়ে দিচ্ছে আমার হৃদয় কে।
তুমি মেঘের আড়ালে লুকিয়ে থাকো
আমারে কাঁদিয়ে দিয়ে।
আমি জেনেছি গোপন ব্যথার কাহিনী
তুমি ও ঘুমাতে পারোনি রাতে;
এ শুধু আমার চোখের জল নয়
তোমারও চোখের জল ঝরছে
মনমাঝারে ভাসিয়ে ভাসিয়ে।
তুমি হয়তো বুঝেছো করুন চিএ
যে চিএ এঁকে ছিলাম আমি
কোনো এক বিস্ময়কর রাতে
তারার কাছ থেকে আলো নিয়ে,
নিভিয়ে দিয়েছিলাম অন্যান্য আলো।
তুমি হয়তো আমাকে ভালোবাসতে পারো
নিজের নামে অন্য কে প্রাণে বাঁচিয়ে।