বিরহ নেমেছে সন্ধ্যায়
আকাশ ভরেছে তারায়
আঁধার জেগেছে কবিতায়
বৃষ্টি ঝরেছে কলমে।
ঝরে গেছে পাতা
নিভেছে আলো
বয়েছে বাতাস
উড়িয়ে চিঠি;
বেলা চাও! বেলা চাও!
বসন্ত হয়েছে শেষ
ঝরেছে ফুল
মাটিতে লুটিয়ে ঘাস
ছিঁড়ে গেছে মূল
হারিয়ে প্রান্তর।
জাগো জাগো জাগো
উড়িয়ে নিশান পতাকা
থামিয়ে দাও....
আমানতের চাকা।
রুদ্ধ নিষ্ঠা বক্ষ
আনো সবে অসুক,
গড়ে দাও উৎপল
হুতাশন হয়ে যাবে শেষ।।



  ১৯/০৩/২০২১