গতি হারানো নদীর মতো এ জীবন
পাথরের টুকরো , নুড়ি, বালি সমস্তকিছুই জমে আছে।
অজস্র জন্ম ধরে হাঁটছি পৃথিবীর পথে
তবুও পৌঁছাতে পারছি না স্বপ্নের দুনিয়াতে!
মাঠভরা ফসল, আম বাগিচা কলার বন
প্রান্তরের সবুজ ঘাস সবই একাগ্র হয়ে গেছে
পৃথিবী থেকে....
আদি নক্ষত্রের আলোয় পথ চলতে চলতে
জীবনে নিবিড় অন্ধকার নেমে আসে হিমালয় পর্বত থেকে।
একটা শুকনো পাতার কাছে প্রশ্ন জানিয়ে
কয়েকটি ঋতু পরপর ফুরিয়ে গেল পৃথিবী থেকে
মনে হয় শেষের শুরু দিয়ে...।


শত্রুর পদধূলিতে বেড়ে ওঠা জীবন
সভ্যতার অখিল পাথরে বারুদের স্তূপ
যুদ্ধের মানচিত্র গোলাবারুদ রাইফেল হয়ে ফোটে।
গতি হারানো নদীর মতো চলতে চলতে
পরশ পাথরে মানুষে মানুষে মোকাবিলা
পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে।।



রচনাকাল -১৮ ই মার্চ ২০২৩