কবিতার নাম-হৃৎপিন্ড
কলমে-অভিজিৎ হালদার
তারিখ-২৭/০৪/২১



আমার হৃৎপিণ্ড এক অগ্নিশিখা
জ্বালিয়ে দেয় অতীতের বিরহ।
আমার হৃৎপিণ্ড এক জীবনের খাতা
হিসাব রাখে ঝরা পাতার।
আমার হৃৎপিণ্ড এক বরফের কনা
নিয়ে আসে শীতল হাওয়া
গ্রীষ্মের ভরা দুপুরে
তৃষ্ণার পানি হয়ে।
আমার হৃৎপিণ্ড এক মেঘ
ক্ষণে ক্ষণে জমে যায়
আকাশের দিগদিগন্তে ,
নিয়ে আসে এক পশলা বৃষ্টি
প্রান্তরের সবুজ ঘাসে।
আমার হৃৎপিণ্ড এক প্রেমের কলম
লিখে যায় ভালোবাসার চিঠি দিবারাত্রি।
চোখের তারায় ফুল ফুটেছে
ফাগুন হাওয়ার পরশ নিয়ে,
আজ যখন কৃষ্ণচূড়ার লাল ফুলে
ভরিয়ে দেয় মন আনন্দে।
পুকুর পাড়ে জলের ঢেউ এ
থাকে আশা প্রেমের ফুলে
জেলের মেয়ে মিষ্টি হেসে
তাকিয়ে থাকে আমার দিকে
আমি তখন নৌকা করে
এগিয়ে যায় বাড়ির দিকে।
বাড়ি এসে তার নামে
মালা গাঁথি হৃদয়ের ফুলে
সাদা কাগজের পাতা নিয়ে।।


///////////////////////////


   @অভিজিৎ হালদার
    মোবারকপুর, নদীয়া