হাত বাড়ালেই মুঠো ভরে যায় আমার
চোখের আর্দ্র রজনী বিরহে
অথচ আমি কাকে হারিয়ে এসেছি ?
আমার হাসির ভিতর থেকে যেন
খুন হয়েছে কেউ !
কি এই শহরের পথে চলা
নাকি স্টেশনের চত্বরে চতুবর্ণ সমাধিতে রয়ে যাওয়া
রং হারিয়ে রঙের মেলা
বিরুদ্ধে মিছিল বের করছে কারা ?
আমি নই কিছু ভোর অতীত
তবুও চাওয়া হয়তো না হয় পাওয়া
সময়ের পাতা ঝরে আমার পার্থক্যে