আমি স্বাধীনতা চাইতে আসিনি
কিংবা কারও শিরার রক্তও চাইতে আসিনি
শুধু চাইতে এসেছে একটুখানি ভালোবাসা
আর একটু খানি দাবি দাওয়া


আমি স্বাধীনতা চাইতে আসিনি
কিংবা কারো মুগ্ধ কথা শুনতে আসিনি
শুধু চাইতে এসেছে একটি ঝলসানো রুটি
ঘামের ফল শ্রমের দামে।


আমি পাত পুরে খেতে আসিনি
কিংবা স্বাধীনতা পেতে আসিনি
শুধু পেতে এসেছি চোখের ভাষা
তলোয়ারে তলোয়ারে হৃদয় ছিন্ন করে।


আমি স্বাধীনতা নিতে আসিনি
কিংবা কারো ক্ষতিও করতে আসেনি
শুধু পেতে এসেছে কলমের ভাষা
আর শুধু  একটুখানিদাবি-দাওয়া


আমি স্বাধীনতা দেখতে আসিনি
কিংবা তা লাভ করতে ,
শুধু চাইতে এসেছি একটু ভালোবাসা
যা পাওয়ার নয়।।