অজস্র জন্ম ধরে
এই পৃথিবীর অন্তিম সফলতা
ঘাসের বিছানায় চোখের সম্মুখে



পুরুষের ক্ষয় হওয়া হৃদয়
কোনো এক বিকেলের শেষ আশ্বিনে
শরতের শীতল হাওয়া জানে
মন কতটা দুঃখ পাই
কাঁটাতারের বেড়ায় যেন হৃদয় ছিন্নভিন্ন



মধ্যরাতের আকাশে চাঁদ ওঠে
সে এক অদ্ভুত দ্বীপের মতো
নীল কিংবা গোলাপি রঙের ;-



অজস্র জন্ম ধরে
তাঁকে পাওয়ার বাসনায় মত্ত ছিলাম
নিদারুণ অভিমান বুকে জমিয়ে
তাঁর প্রতিচ্ছবি ফুটে ওঠে হৃদয়ের গভীরে
স্বপ্নের মায়াজালের মতো করে।



মানুষের শিরদাঁড়ায় শহরের অট্টালিকা নির্মাণ করে
ভালোবাসা - প্রেম স্ট্রীটলাইটের আলোতে
দূরে যায় চলে অনেক বহুদূরে
মাইল কিংবা মাইলের বিপরীতে।।