চোখের সীমানা -  সাহিত্যের রাত
হৃদয়ে মোর জীবনানন্দ নক্ষত্রের জল;
আমি চাই তোমারি মতন হতে
তোমার জীবন ধারণ করে।


একাকীত্ব'কে বাড়িয়ে তুলে
নিজের বাসনায় মত্ত হয়ে
স্বপ্নপুরীর শিকড় ছিঁড়ে
তোমারি অন্তরের স্থিরময় চেতনার সঙ্গী আমি।


পৃথিবীর আগুনে ঝলসানো দেহ-
মরুভূমি বুকে, জ্বলন্ত মোমবাতি
মমির সমাধি কে ছেদ করে
কবিতার জাহাজে নাবিক আমি।


জীবনানন্দ মহীয়সী স্বনামখ্যাত
সবুজ প্রান্তর - বনানীর চাষের খেত
কেবলি চোখের আলোয় দেখে
মন ভরতে চাই না কখনো!
মনে হয় আরো চাই আমারি দেহে মিশে
প্রকৃতির প্রেমকে নিস্তব্ধতায় লয়ে
উজ্জ্বল নক্ষত্রের নৌকার মাঝি গড়ে
বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে;
পিরামিড মিশরের দেশে
চলে যায় আজীবনে।