কখন রাত্রি নেমেছে স্টেশনের প্ল্যাটফর্মে
কখন ঝরেছে তারা আকাশের বুক থেকে
আমি বুঝিনি তবুও বুঝতে চাইনি।
নীরবে ঝরিয়া পড়েছে গাছের পাতা
শহরের রাজপথে কিংবা গ্রামের মেঠো পথে।


আমি ফিরে এসেছি নিস্তব্ধ পিরামিডের বুকে
তাঁদের অপেক্ষায় থেকেও তাঁরা আসেনি
বলেনি কিছু মনুমেন্টের নীল প্রহরে।