আকাশে বাতাসে খুশির আমেজ
শরতের কাশফুল ফুটে আছে সাদা
মা দুর্গা আসছে
বাংলার ঘরে ঘরে।


বেলা যায় বেলা আসে
নব প্রভাতের হাত ধরে
দেবী দুর্গার পরম মহিমা
মানবের হৃদয় মাঝারে জমে।


কালরাত্রি দেবী দুর্গার রূপ
পৃথিবীকে ঘিরে রয়,
দূর সীমানার বাতাস হতে
শিউলির গন্ধ আসে।


আকাশে নীল মেঘ ঘোরাঘুরি করে
একপশলা বৃষ্টির আশায়;-
পূজার দিনের মেঘলা আকাশ
শরতের চোখের মেলায়।


তুমি দেবী বাঘ বাঘিনী পার্বতী অষ্টভূজা
শক্তি রূপে আবির্ভূত
হয়েছো দুর্গতি নাশিনী,
তুমি শৈলপুত্রী , ব্রহ্মচারিণী স্কন্দমাতা।


তুমি চন্দ্রঘন্টা,কুষ্মান্ডা,কাত্যায়নী
তুমিতো মহাগৌরী সিদ্ধিদাত্রী ;-
শরৎকালে নবরাত্রির নবরূপে তুমি মহীয়সী
তুমি শক্তি কাত্যায়নী।।