কিছু কবিতা কিছু কথা
দাগ কাটে হৃদয়ের গভীর থেকে গভীরে।
পড়ন্ত বিকেলে রাজধানীর বুকের উপর দিয়ে
বয়ে চলে পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম গাড়িগুলো।
চলে যেতে চাই
চলেই যেতে হবে
তবুও তো এ যাওয়া শেষ যাওয়া নয় প্রিয়।
মৃত্যু কখনো উপহার দিতে পারে
দীর্ঘ সমুদ্রের গর্জন
আমি বাতাসের কান পেতে শুনি
জীবনের অর্জন।
পাহাড় মরু দুরন্ত কাননের ফুল হতে
ভেসে উঠি বারে বারে কাগজের নৌকা হয়ে।
কিছু কিছু কবিতা আর একটি হৃদয়ের বন্ধন
ছিঁড়ে যায় চোখের আঙিনায় বিষন্নতার আঘাতে।