আমি সেই কবি
যাকে কেউ কল্পনায় খুঁজে পাই না।
তুমি যদি এই কবি'টাকে
জ্বলন্ত চিতার আগুনে জ্বালিয়ে দাও
তবুও কোনো দুঃখ নেই;
মানুষের গন্ধে আজ আমি ক্লান্ত
রাতের আকাশ অশ্রুলালিত
এই হেমন্তের মিষ্টি সন্ধ্যায়।


পৃথিবীর সব পথ পার করে আমি
এখানে মেঠো রাস্তায় গোরুর গাড়ি চেপে;
আসিবে কবির মৃত্যু-সবুজের আহ্বানে।
চারিদিকে নীরব শান্ত পরিবেশ
মুখে মুখে কবির মৃত্যুর খবর
রটে যায় দেশ বিদেশে বাতাসের গতিতে।


  ১৪/০৭/২১