নক্ষত্রের জল শুকাবার তরে
আমি রোদ হয়ে দেখা দিই মানুষের ভিড়ে।
বসন্তের হলুদ রং সরিয়ে রেখেছি অনেক দূরে
শুধুমাত্র বেদনার নীল রঙকে জায়গা দেওয়ার জন্যে।
আমি হতে পারিনি কখনো মানুষ
কিংবা পুরুষ হয়েছি কি না জানি না!!
আমি দেখলাম কত শঙ্খচিল উড়ে গেল চোখের পলক ফেলতে ফেলতে
মানুষ কি বাতাসের পরিচয় দিতে পারে ?
পারে কি প্রকৃতিকে ভালোবাসতে
নাকি অভাবের তাড়নায় তাঁদের ঘর জ্বলে গেছে আমার লেখার সূএপাতে।
মানুষ হওয়া অপরাধ নয়
অপরাধ শুধু সেখানেই ঠাঁই পায়
যেখানে শিরোনামে উঠে আসে মৃত্যু
ভরা কলমের নিবে।।