মানুষ শুধু ভুল ছিল
সমাজের জড়তার জলিল কল্পনার পাতায়
আমি কখনো মানুষ দেখিনি
দেখেছি শুধু বিরুদ্ধাচারণ
রক্তের তলোয়ারে ফাগুনের হলুদ খুন।
জল্পনার নীল খামের চিঠি আসলো একটি জীর্ণ শহরে স্মৃতির দেওয়ালের মানচিত্রে।