শহীদ মিনারের ময়দানের পাশে এই সেই চেনা রাস্তা যখন শেষ বিকালের রোদ্দুর এসে পড়ে এখানে
আমি হারিয়ে যায় প্যারিসের আইফেল টাওয়ারের নীচে।
আমি ইউক্রেনের মৃত সৈনিকের মতো :-
নিজের দেশের ক্ষয়ের চিহ্ন দুঃখ পাতার মতো ছড়িয়ে দিই গোলাপী রঙের শহরে শহরে।
কখনো মেঘ কখনো রোদ্দুর এসে দেখা দেয় জীবনে
তবুও বৃষ্টি ঝরে আমার হাতের আঙ্গুলের ছাপে।
কারা যেন কাঁটাতার বিছিয়েছে আমার সীমানার আশে পাশে
তাঁরা কি কখনো মানুষ ছিল!
গোলাপী রং কখনো কি নীল রঙের দুনিয়াতে পা রাখতে পারে !!
আমি মানুষ হতে চাই টেমস নদী টানেলের দীর্ঘ পথে
হোক না বসন্ত শেষ, হোক প্রিয় শহরের পশ্চিমাচক্রে‌।।