মনের মতো মন বাড়িয়ে
ছুঁয়েছি পাহাড়ের মতো বেদনা
কাউকে কষ্ট দিয়ে ক্ষয় তো নিজের হাতেই গড়তে হয়।
ভাবিনি সমুদ্র বিষের মতো -
আর দুচোখ শুধুই মরুভূমি
আমার মনের ভিতর হিমালয়
যদিও মৃত্যু পায়ের তলায়
তবুও ভালোবাসা কোন সে লক্ষ যুগ আগে দেখেছিলাম
ঝরে যাওয়া ফুলের হেমন্তের সমান্তরাল রঙিন মেঘের দুনিয়ায়।