আজ যদি মনে পড়ে
মন বাড়িয়ে মনের মতো করে
বৃথা শহরের স্মৃতির দেওয়ালে
হৃদয়ের মানচিত্র উড়িয়ে
তবে জেনে রেখো পৃথিবী
মানুষের ভিড়ে পথ খুঁজে
সন্ধ্যা নামিয়েছিল 'সে' ই।
এই শহর আঘাত দিলে
নামবো না আর অশ্রু ঝরিয়ে
সবে মাত্র উড়ে দাঁড়িয়েছি
ফিরে চলে যাবো এখনি ;
তফাৎ কে মান্যতা দিয়ে
উদাসীন মনে জলতরঙ্গ জাগিয়ে
চলে যাবো বহুদূর বর্ণ-বিবর্ণ রাতের তারা জ্বেলে।