নির্জনে ঘিরেছে রাত
বাহিরে আঁধার -
সকল স্থানে রবে কিছু
অপ্রকাশিত জীবনের জয়গান।


ক্ষ'য়ে যাবো আমি
আর ক্ষয়ে যাবে নক্ষত্রের হৃদয়
সে ফিরবে দেখা হবে না আর
নীরবে ঝরবে রাত্রি শাশ্বত জগৎ মাঝে।


মোর বাসনা অতৃপ্তি পাবে
কিঞ্চিৎ পরিমাণ সাফল্যের কাছে
কেবলই পিরামিড থেকে জেগে উঠিবো আমি
দুঃখের চোখে লুপ্ত হয়ে।