নীল আকাশের ধ্রুবতারা আমার প্রিয় চোখের সামনে ভেসে ওঠে
লাল রক্তের বিনিময়ে আমার ডান হাতের প্রেমআত্মা ভালোবাসে নীল জোনাকির আলো হয়ে
কোনো এক রূপসী বাংলার মেয়েকে।
সমস্ত গ্যালারি জুড়ে স্যাটেলাইটের মেলা
জীর্ণ শহরের পথে শুকনো পাতার ওড়াউড়ি
যেন ভাবিয়ে তোলে শত জনমের প্রেম।