মুছে গেছে ঢের বেশি কল্পনা
সে আমার অপেক্ষায় দাঁড়িয়ে বহুদূরে
যেন মিশরের নীলনদের জল
তোলা হচ্ছে ঘরে ঘরে !


তুমি ভুলে থেকো আমায়
সমস্তদিন পৃথিবীর মানচিত্রে
কয়েকটি আশঙ্কার রাত্রি নামিয়ে
মৃত আকাশের চঞ্চল গতিতে।


এক স্বপ্ন ছুঁয়ে ছিল জীবনকে
শতাব্দীর প্রিয়তমাসুর মুখ থেকে,
নীল তারাদের ভাসমানতার সঙ্গী হয়ে
শুধুমাত্র চাঁদ মুছে ছিল জল্পনাকে।