এখানে আমাদের কাঁটাতারের বেড়া
ওপারেতে বিদেশী শাসক
স্বাধীন মানচিত্রের প্রতিটি পাতায়
নিজের হাতে গড়ে তুলেছি বন্দীশালা।


যদি মনে রাখতে পারি তবুও তাঁরে
কখনো ভুলে যাবো না তাঁরে
নির্ভয়ে নিদারুণ সংকল্প নিয়ে
জোনাকির মুখ থেকে আলো কেড়ে
এই শহর ভরিয়ে দেবো আলোর রোশনায়ে;
দেশলাই বাক্সে জীবনের চাবিকে রেখে
নীল আবির ছুঁয়ে ফেলবে মৃত্যুকে -
ছুঁয়ে ফেলবে হতাশার জগৎকে।


ঠিক মন ভরে যায় সুরের মূর্ছনায়
বাতাসের নিয়ন্ত্রণে একদিন
পাবো হলুদ খামের চিঠি
ফাগুনের প্রথম বেলায়।