যত হাত বাড়ালে মনে পড়ে তোমারে
অথচ আমি ব্যাপক পথ ভুলি
পথ শেষ হয়ে - পথ কিন্তু ইচ্ছা মতো নয়
আকাশ ভরে যায় চোখের মেঘে।
আমি দূরে যাই চলে -
মানুষের ভিড়ে ভিড়ে নক্ষত্র রাত্রির নিকটে
তোমার ঘরের বন্ধ জানালা
পাহারা দেয় আমি আসতে পারিনি বলে।
আমি এলে তুমি কোনোদিন আসতে পারোনি
চলে গেলাম আমি , হয়তো তুমি আসলে
সমস্ত পৃথিবীকে চিনলে
হলুদ কাগজের মৌন বিরহ ভূমিতে।
আমরা সকলেই একা হয়ে গেছি
যে যার মতো নিজের পথ চলি
অবিচল পৃথিবী কী ভয়ংকর বেদনা
কিছুটা অভিনয় আর কিছুটা ভালোবাসা।।