পৃথিবীর সীমানা থেকে দূরে
আজ তবু বহুদূরে গেলে
দেখতে পাই না মনের সিন্ধু
বিভতী নগরীর দ্বার!
খসে গেলে জলের রৌদ্র
আকাশ নীল,ছিন্ন বক্ষ
বাস্তবের পাড়াগাঁয়ে উঠিয়াছে মোর
চোখে কাজল রাতের আলো,
এই বুঝি অনেক রাত্রি জেগে থাকা
তোমারও ভেঙেছে মন
ছিন্নবিচ্ছিন্ন হয়েছে হৃদয়
জনতার কোলাহলে অশ্রু-ছলছল।