এখানে এসেছি আমি কবিতা লিখেছিলাম বলে
আকাশের তারাগুলি খুঁজেছিল পথ
পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম এলাকা জুড়ে
সমস্ত গ্যালারি থেকে শুরু করে।
সমস্ত ছায়াপাতের নিকটে পৌঁছে দেওয়ার স্মৃতি
রূদ্ধ নিঃশ্বাসের আয়োজনে
দেখেছি কবে সে সময়ে
প্রহরের কাছে প্রহরী হয়ে।
টিয়াপাখির ঠোঁটে একটা আলতো চিঠি দিয়ে
পৌঁছে দিতে চেয়েছি হলুদ খামের নীল চিঠি
সেখানে রাত্রি যাপনের আকাঙ্ক্ষা
চোখের বিছানায় রঙিন চাদরে।