রাতের কবিতা খুব বড়োই স্নিগ্ধ মধুর
মালতী লতার মতো সাজিয়ে রেখেছি কত ফুলের মালা
শুধুমাত্র তোমাকে দেবো বলে
কোনো এক হেমন্তের সন্ধ্যায়
তুমি আসবে শহরের চেনা পথে
একপশলা বৃষ্টির জলধারায়
তোমার হাতে তুলে দেবো আমার সমস্ত দুঃখের অদ্ভুত ভান্ডার
এতদিন আমি সামলে রেখেছিলাম
তারপর সামলানোর দায়িত্ব শুধুই তোমার।
চোখে চোখে কত কথা হয়নি বলা
হয়নি তো সেই কথাটি বলা !
রাতের আকাশে পূর্ণিমার চাঁদের অভিমান
হৃদয়ের কারাগারে বন্দী হয়
জোনাকির ঠোঁটের সংস্পর্শে এসে মুক্তি পাই
নক্ষত্রের মৃত উপগ্রহ।
তোমাকে না বলা কথা সে এক অন্য ইতিহাসের কথা
নতুন নতুন দেশের মানচিত্র তৈরি হয়
এই রাত জাগার দাপটে।


দিন চলে রাত্রি আসে
বকুল ফুল ঝরে পড়ে গাছের নীচে
তুমি মালা গাঁথবে বলে আজ রাতে সেই ফুল
গোপনে কুড়িয়ে নিয়ে যাবে বসন্তের হলুদ রঙের মেলার মালা উপহার দেবে বলে।
তবুও তুমি আসলে না আমি আর পথ খুঁজলাম না
হারিয়ে গেলাম শহরের দেওয়ালে স্মৃতির চোখ লেপ্টে।।