মনেতে রং লাগেনি
রং জমেনি কোথাও!
তবুও কাউকে ভালোলেগেছিল জানি
আমার কবিতা লেখার দীর্ঘ পথে
বিচিত্র এই পথে আমিই যেনো সর্বপরি।
যদি দূরত্ব হয় মানুষের জীবনের চেয়েও বড়
তবে দুর্বল ছিল মন
আর দুর্বল ছিল দ্যুতি।
আমাকে যারা আঘাত করে
মনে হয় অভিমানী নক্ষত্রের বুক থেকে।
ছিনিয়ে আনা তারা থেকে
জ্বালিয়েছি আমার ভাঙা ঘরের আলো।
কোনো এক রোদ ঝলমলে সকালে
কাকে আমি হারিয়েছিলাম
বেদনার সমীচিনে !!
আমি সারা পৃথিবীকে ভালোবেসেছিলাম
শুধুমাত্র মানচিএকে চিনে নিয়ে।
মৃত্যু : মৃত্যু : মৃত্যু
সমুদ্রের গর্জন ভয়ঙ্কর তীব্র
সমতুল্য চোখে সবই জ্যান্ত
গুটিকয় কীট কেবলই মৃত
বিকালের জলতরঙ্গ বারে বারে স্ফীত।