আমার এই রঙিন হৃদয়
কখনো নীল ও কখনো লাল
বাতাসের দোলায় চোখের গতি বদলায়।
তুমি এসে কখন হৃদয়ের কোনে জায়গা নিয়েছো
বুঝিনি আমি....জানিনি ও আমি
তুমি শুধু বিকালের বিক্ষোভের সমাবেশ অনুষ্ঠানে
আমাকেই হারিয়ার বানিয়ে ফেলেছো।


আমার এই রঙিন হৃদয়
খুবই চঞ্চল এর যাওয়া আসা
বোঝা যায় না কভু বিপুল পরিমাণে
মরুভূমির বালির পথে ব্যবচ্ছেদ ঘটিয়ে
মরীচিকা আসল রহস্য উন্মোচনে চোখের তারা ঝিলিক দেয় অনুভবে সমস্ত রাত্রি হৃদয়ে ধারণ করে।