শত শতাব্দী পেরিয়ে আজ আমি এখানে
নিথর পৃথিবীর প্রান্তরে।
কখনো হেঁটেছি ধূলোভরা মেঠো পথে
ক্ষেতের আল ধরে সবুজ ঘাসের শিশির
দেখছি সবই;
রাজনীতি শাসন বিচার ব্যাভিচার
আজ আমার চেনা অতীত।
শতাব্দী পেরিয়ে শতাব্দী
শাসক বদল ঘটেছে, দিন পাল্টেছে
কেবলি দেখছি সবই-
অনুভব চেতনার অগ্রসর হতে হতে
সীমানা ছাড়িয়ে নতুন এক সীমানা
দু'-চোখে তাকিয়ে ঘন নীলাকাশ।
           ভাবনা- ভাবনা
            অদ্ভুত এক ভাবনা
যখন মেলে দেয় দুটি জানালা
শত শতাব্দী ধরে জমানো কথা
            উড়ে যায় চিঠি হয়ে।



             দিনরাত একাকার করে
শতাব্দী থেকে শতাব্দী এখানে নীরবে
একা বয়ে চলি টোকিও শহরের পথে
সেখানে গিয়ে দেখি অতীত লাশের চিএ
যেটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের করুন ইতিহাস।
শতাব্দী এখনো জেগে আছে এখানে
কিন্তু; নিভে গেছে মানুষের আলো।
হিরোশিমা ও নাগাসাকি'তে পরমানু
বিস্ফোরণ; আমাকে কাঁদায় এখনো
যখন ইতিহাসের পাতা খুললে
যে চিত্র আমার চোখের সামনে ভেসে ওঠে;
তাহা নতুন শতাব্দী থেকে কম নয়।



কখনো আমার গ্রাম মোবারকপুর থেকে
ইজিপ্ট শহরির দেশে পাড়ি দিই-
ইতিহাসের খোঁজে।
শত শতাব্দী সেদিন যে'নো খুব চেনা
ইতিহাসের পাতায়, আমার চোখের পাতায়।
                   এখানেও রাত আসে
                   নিভে যায় আলো।
অতীত ইতিহাসের পাতা উল্টে দেখি
রাজা- বাদশার কাহিনী লেখা-
তবুও কোথাও চাপা থাকে
অতীতের অজানা ইতিহাস'গুলো!



                  ০৬/০৫/২০২১