সময়ের ব্যস্ত শহরে
চলন্ত গাড়ি ঘন ঘন।
ঘুমহীন ব্যস্ত শহর
বেড়ে উঠছে দিনে দিনে।


বিদ্যুতের তার ছুঁয়ে
আসছে কত রেলগাড়ি
সবই আজ উড়ন্ত পাহাড়
সময়ের ব্যস্ত শহরে।


ব্যস্ত শহরের অলিগলিতে
বড়ো বড়ো রাজপথে
হাজার হাজার মানুষের সমাবেশ,
বিমান উড়ছে আকাশ হতে।


বরফের নদী বেয়ে
ফিরছে জাহাজ বন্দরে বন্দরে।
দিন রাত্রি সমান করে
উড়ছে ধোঁয়া কলকারখানা'তে।


সময়ের ব্যস্ত শহরে
লেখা হয় অতীত ইতিহাস
নীল ডায়েরির উপন্যাসে
পুণ্য হয় নীল আকাশ।


২৬/০৬/২১