আমি যতদূরে যাই না কেনো চলে
বারে বারে ফিরে আসি চেনা পথের সন্নিকটে
পিছে ফিরে একবার ডেকো আমারে
না ফোঁটা মঞ্জুরীর বিকট্ট চোখে।
বিচ্ছিন্ন জড়তা কিঞ্চিৎ পরিমাণ সাফল্য
মেঘ হয়ে চোট খাবো
আঙিনার আগুনে।
আমি শূন্য কে পূর্ণ করে
ধূমকেতু নক্ষত্রের ধার্মিক হয়ে
ধূলিসাৎ করবোনা পৃথিবীকে।
মনে হয় অজস্র জন্ম ধরে
নিরুদ্দেশ ছিলাম জবাবহীন শহরে
নির্জলা দুপুরের জটিলতা ভেদ করে
মানচিত্র ভরাবো কালকূটে।
আলোড়ন ঘটবে আলোকস্তম্ভে
আশিসের আলেখ্য পরিনামে
সর্বশেষ রশ্মির শেষ প্রহরে
মৃত্যুর স্রোতে ঘুম পাড়িয়ে।।