এই শহরের পথে বৃষ্টি ঝরে
তোমার আমার অজানা ক্ষণে।
চোখের বাহিরে যতদূর যাই
তবুও ফিরতে পারিনা এখানে।
মনের কাছে প্রশ্ন করে
ইতিহাস ভুল হয়ে
কি বা পাই মায়া জালের কাছে ?
তবুও বিরহ নামে অন্তরে
খোঁজ নিতে শহরের ,
চেনা অচেনার চেতনার মন্দির
ফুল ফোটে ফুল বৃক্ষে
ভালোবাসা নীল সাগর হয়ে।