সব কবিতা কবিতা'ই নয়,কিছু কবিতা হৃদয় ও হয়
এই পৃথিবীর সমস্ত কিছুই চঞ্চল
আর চঞ্চল সকল চাওয়া পাওয়া।
আমি ভাবি হয়তো সরল কিংবা কঠিন হৃদয় নিয়ে
মানুষ ছিলাম না আমি কখনো
আর মানুষ হতেও চাইনা কখনো।
এই সেই কৃষ্ণচূড়ার ফুল ডালে ডালে সজ্জিত
পৃথিবীর প্রতিটি মানুষ যদি একটি করেও গাছ লাগাতো
তবে আমি মানুষ হতে পারতাম-তার আগে কখনো নয়।
আমার হাতের রেখা নিকোটিনের ছাই এ আঁকা
কখনো বারুদের স্তুপে কি জন্মাতে পারে পৃথিবীর সুখী ফুল গাছ গুলো !!
এখানে সমাজ বিরুদ্ধে , চোখ শুধু জ্বলন্ত আগ্নেয়গিরি।
অভাবের তাড়নায় আমার ঘর শূন্য
কিন্তু এ অভাব অর্থের নয়
এ অভাব শুধু প্রকৃতির সাথে মানুষের ভালোবাসার।
সকল ফুল যেমন দেবতার চরণে ঠাঁই পায় না
ঠিক তেমনি কিছু প্রাণী মানুষও হয় না।