সময়ের সাথে সাথে মানুষ পাল্টাই
পৃথিবীও বুঝি বদলে যায়
কিন্তু পৃথিবীতে আমি মানুষ হয়ে জন্মাতে পারিনি
তবে কি আমি পৃথিবীর মানুষ নয়!!
সময়ের মানুষ আমি কখনোই নয়
কিন্তু সময় আমার হাতে বাঁধা ঘর নয় !
সময়ের পদ্মপুকুর চোখে ঢাকা পিরামিড
মোম গলে ইতিহাসের স্মৃতিসৌধ হ'লো
আমার শহীদ মিনারের ফুলের তোড়ায়,
এই শহীদ মিনারের ফুল নিয়ে
কেউ কি সাজিয়েছে ভয়ঙ্কর রাত্রির প্রহরগুলো !
আজ সবিই বিরোধী আমি শুধু একাকী
শহরের রাজপথে ব্যারিকেড  স্তব্ধ
মানুষের হাতে খুনের তলোয়ার
সেই খুনের হয়তো আসামী আমি ;
গ্রেফতার আমি অতীত লাশের কঙ্কালের খাতায়।