এলিট্রাফ পড়া কাগজের নোটে বন্দী আমরা
ঝলসানো মাংস আর কুকুরের আর্তনাদ
শোন যায়, সত্যি কি শোনা যায় মানুষের হৃদয়ে!


কত রাতজাগা একারিক মশাগুলো রক্ত চোষে
শ্বাসনালী তে ... কোনো এক ভয়ঙ্কর গোলমরিচ
দাঁত দিয়ে কেটে মৃত লাশ একজোড়া চোখ
ফুলে ওঠে রাগের চোটে।


ক্ষুব্ধ আত্মা তিরোহিত রাত্রির কালো গহ্বর
কারো হৃদয়ে শত্রু সেনার আক্রমণ
আর পচন সভ্যতা মুছে দেয় গ্লানি ব্যথা ভরা
ভালোবাসা। বোঝ কি তেমন কিছু ?


শোন যায় , সত্যি কি শোনা যায় !
জানালার কপাটে প্রিয়মুখটি ভাসে
যুদ্ধের জন্য প্রস্তুত আমরা সবাই সপক্ষ সৈন্যদল।
গাছের পাতার পোশাক, বিষের জল, আগুনের বুক
আর কিছু অপরিব্যক্ত , না পাওয়া ভালোবাসা
-- এই নিয়েই
-- এই দিয়েই
স্বাধীনতা ; লড়তে এসেছি আমরা।‌