নক্ষত্র রাত্রি জ্যোৎস্নার আলোই-
জেগে ওঠে হৃদয়,
শরতের নীলাকাশে
মৃত পাহাড়েরা হয়ে ওঠে জীবিত।
বলিলাম আমি একদিন শরতের মেঘে
রাত্রির আলো নিভে গেলে
দেখেছিলাম একবার কল্পনায় তারে।
জানে না সে; পৃথিবীর চেতনায়
ভেসে যায় প্রাণের আবেগ
বাতাসের কানে কানে,
তবু আছে এ হৃদয়ে গান
আছে কি মনের মতো কেউ!
পেয়েছি এক রাত্রি ঢের দিতে পারে যত।
মানুষের ভিড়ে ভিড়ে খুঁজেছি তারে
শহরের রাজপথে পথে
তবুও কি পেয়েছি তারে!
না পাইনি তো আজও তারে
এ শরতের নীলাকাশের নীচে-
দেখেছি কত মানুষের ভিড়
আর দেখেছি সমুদ্রের ঢেউ
সে কি জানে,কেউ কি তারে ডাকে!
আমার হয়েছে ক্ষয় ,হতেছি মৃত
কোন্ রাত্রি এসেছিল তার জীবনে
আমারে নিঃসঙ্গ করে দিতে।।


     ১৭/১০/২০২১