যারা সুইসাইড নোট লিখেছিল
আত্মহত্যাকে স্থগিত রেখে তাদের নাম
কয়েকটি সুন্দর ফুলের সাথে মিলিয়ে নিষ্ক্রিয় ভাবে
এগিয়ে চলে....


সঙ্কুচিত পৃথিবীর শিকড় ছিঁড়ে যায়
যারা সুইসাইড নোটের কালিতে জীবন লেখে
তাঁদের জীবন খর্ব থেকে বিচ্ছিন্ন হয়।


স্বাধীনতা চেয়েছিল যারা সুইসাইড নোটে
অসংখ্যবার জন্মেও তাঁরা পায়নি সুরাহা
কেনো পায়নি ! তার উত্তর জানা নেই
ক্রমাগত শাসনের মতো অজুহাত যেটা মিথ্যার
চূর্ণ জাতির শত্রুর পায়ে লুটিয়ে পড়ে মানব সমাজ
যার বিচার নেই....
নেই অধিকার।


সুইসাইড নোটে কত নাম জড়িত
অভাবে যাদের ঘর জ্বলে গিয়েছিল তাঁদের।
মনে হয় পৃথিবীর অগ্নিপর্বের যাত্রা শুরু
সে পথ ভয়ঙ্কর বিনিদ্র রাত্রির সংশয়
তাচ্ছিল্য অতীতকে গলা টিপে খুন করে
মানুষ চঞ্চল শুষ্ক - কাল্পনিক পাহাড় সমান।।



রচনাকাল - ২২শে মার্চ ২০২৩